০১ রহস্যময় পান্ডুলিপি
এক বই-সংগ্রাহক মর্ত্যসেনকে একটা মধ্যযুগের বই দেখালেন যার পাতায় উড়োজাহাজের ছবি আঁকা রয়েছে। নিশ্চয়ই কেউ সময়যাত্রা করেছে সেই সময়। তদন্ত করতে গিয়ে মর্ত্যসেন হারিয়ে ফেললেন তাঁর সময়যন্ত্র। ধরা পড়লেন। তারপর এক পন্ডিত আর এক বোবা ডাইনির পাল্লায় পড়লেন তিনি। ওই ডাইনি আবার সঙ্গে কূড়াল নিয়ে চলাফেরা করেন। কি হবে? কিভাবে উদ্ধার পাবেন মর্ত্যসেন? টানটান উত্তেজনা রয়েছে কমিকসটির পাতায় পাতায়। আর সব শেষে রয়েছে বেশ কিছু সাধারণ জ্ঞানের কথা।
2nd August, 2023 7:50 PM
Comments
No Comments!